Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সম্মানিত গ্রাহক সদস্যবৃন্দ, জ্বালানী স্বল্পতা ও বিশ্বব্যাপী জ্বালানির উচ্চমূল্যের প্রভাবে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। চাহিদার তুলনায় বিদ্যুৎ উৎপাদন কম থাকায় দেশব্যাপী বিদ্যুৎ সঙ্কট বিদ্যমান। তাই সক্ষমতা থাকা সত্ত্বেও উৎপাদন স্বল্পতার কারণে এলাকা ভিত্তিক নির্দিষ্ট সময় অন্তর লোড শেড করতে হচ্ছে। এলাকা ভিত্তিক লোডশেডিং এর তথ্য নোটিশ বোর্ডে দেয়া আছে। সাময়িক অসুবিধার কারণে আমরা আন্তরিকভাবে দুঃখিত।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ(বিডা) এর ওয়ান স্টপ সার্ভিস লিংকঃ //bidaquickserv.org/

বিশেষ বার্তা

  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও বৈশ্বিক পরিস্থিতির কারণে জ্বালানি তেল, গ্যাস ও কয়লার দাম অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় সামগ্রিকভাবে বিদ্যুৎ উৎপাদন কিছুটা সীমিত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তদপ্রেক্ষিত পর্যায়ক্রমে বিভিন্ন ফিডারে ১ ঘন্টা করে লোডশেড করা হচ্ছে। আপনার সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। এ মূহুর্তে সবাইকে বিদ্যুৎ সাশ্রয়ী ও মিতব্যয়ী হওয়ার অনুরোধ করছি।
  • রাত ৮ টার পর দোকান/শপিং মল/আলোক সজ্জা বন্ধ করুন।
  • AC ব্যবহার পরিহার করুন। একান্ত করতেই হলে তাপমাত্রা ন্যূনতম ২৫ ডিগ্রি সেলসিয়াস রাখুন।
  • সন্ধ্যার সময় হতে রাত ১২ টা পর্যন্ত মটর, ইস্ত্রি, ওভেন, সেচ পাম্প, লন্ড্রী, ওয়েল্ডিং মেশিন/মেকানিক্যাল ওয়ার্কশপ, ইজি বাইক চার্জিং বন্ধ রাখুন।

শিরোনাম
গল্প নয় সত্যি
ডাউনলোড

ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির সংযোগ প্রত্যাশী সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মাননীয় প্রধানমন্ত্রী “শেখ হাসিনার উদ্যোগ-ঘরে ঘরে বিদ্যুৎ” কার‌্যক্রম সম্পূর্ণ সরকারি অর্থে বাস্তবায়ণ করা হচ্ছে এবং এভাবে ফেনী জেলার ০৬টি উপজেলায় পর্যায়ক্রমে দাগনভূঞা উপজেলা, ফেনী সদর উপজেলা, সোনগাজী উপজেলা, ছাগলনাইয়া, ফুলগাজী, পরশুরাম ‍উপজেলা, ছাগলনাইয়া উপজেলা শতভাগ বিদ্যতায়ন করা হয়েছে।

অত্রএব গ্রাহক প্রান্তে বিদ্যুৎ সংযোগের নিমিত্তে লাইন নির্মানের জন্য সমিতির উপদেষ্টা, লাইন নির্মান ঠিকাদার, পবিস/বাপবিবোর কর্মকর্তা/কর্মচারী, সমিতির এলাকা পরিচালক বা কোন ইলেকট্রিশিয়ান/ব্যাক্তি/গোষ্ঠীকে কোন প্রকার অর্থ/চাঁদা প্রদান না করার জন্য অনুরোধ করা হলো। বিদ্যুৎ সংযোগ দেওয়ার নামে কেউ কোন প্রকার অর্থ/চাঁদা দাবি করলে তাদেরকে নিকটস্থ আইন শৃঙ্খলা বাহিনীর নিকট সোপর্দ করার জন্য অনুরোধ করা হলো। এরূপে চাঁদাবাজি বন্ধের জন্য বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এবং ফেনী পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃপক্ষ কর্তৃক বিভিন্ন পদক্ষেপ গ্রহন করা হয়েছে। তথাপি বিভিন্ন জায়গা হতে দালালের মাধ্যমে অবৈধ অর্থ লেনদেনের অভিযোগ পাওয়া যাচ্ছে। বিদ্যুৎ সংযোগের নামে এরূপ সকল অবৈধ অর্থ লেনদেন বন্দ করার জন্য ফেনী পল্লী বিদ্যুৎ সমিতি তথা বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পক্ষ হতে আপনাদের সহযোগিতা কামনা করা হলো।