আমরা অত্যন্ত দুঃখের জানাচ্ছি যে গত ২০/০৪/২০১৮ ইং তারিখ আনুমানিক বিকাল ৪-০০ টায় ফেনী পবিস এর LT (লাইন টেকনিশিয়ান) মোঃ রিয়াজুল ইসলাম এবং শ্রমিক শ্রী রনি ৩৩কেভি লাইনে ROW কাজ করার সময় সড়ক দূর্ঘনায় পতিত হয়ে মৃত্যু বরণ করেন ও উক্ত ঘটনায় একজন LM2 মোঃ রবিউল মীর আহত হন।
রিয়াজুল (৩৯) ফেনী পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন ছাগলনাইয়ার করৈয়া বাজার অভিযোগ কেন্দ্রের ইনচার্জ ছিলেন। তার গ্রামের বাড়ি বরিশাল জেলায়। মৃত্যুকালে স্ত্রী ও নাবালেগ দুই মেয়ে রেখে গেছেন। নিহত রনির বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়। আমরা মরহুমদের আত্মার মাগফেরাত কামনা করছি এবং সেই সাথে শোক সন্তপ্ত পরিবারের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস