Wellcome to National Portal
Main Comtent Skiped

সম্মানিত গ্রাহক সদস্যবৃন্দ, জ্বালানী স্বল্পতা ও বিশ্বব্যাপী জ্বালানির উচ্চমূল্যের প্রভাবে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। চাহিদার তুলনায় বিদ্যুৎ উৎপাদন কম থাকায় দেশব্যাপী বিদ্যুৎ সঙ্কট বিদ্যমান। তাই সক্ষমতা থাকা সত্ত্বেও উৎপাদন স্বল্পতার কারণে এলাকা ভিত্তিক নির্দিষ্ট সময় অন্তর লোড শেড করতে হচ্ছে। এলাকা ভিত্তিক লোডশেডিং এর তথ্য নোটিশ বোর্ডে দেয়া আছে। সাময়িক অসুবিধার কারণে আমরা আন্তরিকভাবে দুঃখিত।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ(বিডা) এর ওয়ান স্টপ সার্ভিস লিংকঃ //bidaquickserv.org/

বিশেষ বার্তা

  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও বৈশ্বিক পরিস্থিতির কারণে জ্বালানি তেল, গ্যাস ও কয়লার দাম অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় সামগ্রিকভাবে বিদ্যুৎ উৎপাদন কিছুটা সীমিত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তদপ্রেক্ষিত পর্যায়ক্রমে বিভিন্ন ফিডারে ১ ঘন্টা করে লোডশেড করা হচ্ছে। আপনার সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। এ মূহুর্তে সবাইকে বিদ্যুৎ সাশ্রয়ী ও মিতব্যয়ী হওয়ার অনুরোধ করছি।
  • রাত ৮ টার পর দোকান/শপিং মল/আলোক সজ্জা বন্ধ করুন।
  • AC ব্যবহার পরিহার করুন। একান্ত করতেই হলে তাপমাত্রা ন্যূনতম ২৫ ডিগ্রি সেলসিয়াস রাখুন।
  • সন্ধ্যার সময় হতে রাত ১২ টা পর্যন্ত মটর, ইস্ত্রি, ওভেন, সেচ পাম্প, লন্ড্রী, ওয়েল্ডিং মেশিন/মেকানিক্যাল ওয়ার্কশপ, ইজি বাইক চার্জিং বন্ধ রাখুন।

Title
ঘূর্ণিঝড় বুলবুল সংক্রান্ত
Details

''প্রিয় গ্রাহক, ঘূর্ণিঝড় বুলবুল এর আঘাতে বিদ্যুৎ লাইন ছিড়তে পারে, যা স্পর্শ করলে দুর্ঘটনা ঘটতে পারে। এরকম ঘটনায় সকলকে সতর্ক করুন এবং নিকটস্থ বিদ্যুৎ অফিসকে অথবা ০১৭৬৯৪০৪০২৩/০১৭৬৯৪০১১৫১ (সদর), ০১৭৬৯৪০১১৫২ (কসকা), ০১৭৬৯৪০১১৬৩ (সোনাগাজী), ০১৭৬৯৪০১১৫৯ (দাগনভূঞা), ০১৭৬৯৪০১১৬০ (রাজাপুর), ০১৭৬৯৪০১১৫৩ (ফুরগাজী), ০১৭৬৯৪০১১৫৪ (পরশুরাম), ০১৭৬৯৪০১১৫৬ (ছাগলনাইয়া), নম্বরে দ্রুত জানান।''

চেয়ারম্যান, আরইবি।

Attachments
Publish Date
09/11/2019
Archieve Date
29/02/2020