Wellcome to National Portal
Main Comtent Skiped

সম্মানিত গ্রাহক সদস্যবৃন্দ, জ্বালানী স্বল্পতা ও বিশ্বব্যাপী জ্বালানির উচ্চমূল্যের প্রভাবে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে। চাহিদার তুলনায় বিদ্যুৎ উৎপাদন কম থাকায় দেশব্যাপী বিদ্যুৎ সঙ্কট বিদ্যমান। তাই সক্ষমতা থাকা সত্ত্বেও উৎপাদন স্বল্পতার কারণে এলাকা ভিত্তিক নির্দিষ্ট সময় অন্তর লোড শেড করতে হচ্ছে। এলাকা ভিত্তিক লোডশেডিং এর তথ্য নোটিশ বোর্ডে দেয়া আছে। সাময়িক অসুবিধার কারণে আমরা আন্তরিকভাবে দুঃখিত।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ(বিডা) এর ওয়ান স্টপ সার্ভিস লিংকঃ //bidaquickserv.org/

বিশেষ বার্তা

  • রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ও বৈশ্বিক পরিস্থিতির কারণে জ্বালানি তেল, গ্যাস ও কয়লার দাম অস্বাভাবিক বৃদ্ধি পাওয়ায় সামগ্রিকভাবে বিদ্যুৎ উৎপাদন কিছুটা সীমিত করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। তদপ্রেক্ষিত পর্যায়ক্রমে বিভিন্ন ফিডারে ১ ঘন্টা করে লোডশেড করা হচ্ছে। আপনার সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। এ মূহুর্তে সবাইকে বিদ্যুৎ সাশ্রয়ী ও মিতব্যয়ী হওয়ার অনুরোধ করছি।
  • রাত ৮ টার পর দোকান/শপিং মল/আলোক সজ্জা বন্ধ করুন।
  • AC ব্যবহার পরিহার করুন। একান্ত করতেই হলে তাপমাত্রা ন্যূনতম ২৫ ডিগ্রি সেলসিয়াস রাখুন।
  • সন্ধ্যার সময় হতে রাত ১২ টা পর্যন্ত মটর, ইস্ত্রি, ওভেন, সেচ পাম্প, লন্ড্রী, ওয়েল্ডিং মেশিন/মেকানিক্যাল ওয়ার্কশপ, ইজি বাইক চার্জিং বন্ধ রাখুন।

Title
বিদ্যুৎ বিল আদায় সংক্রান্ত।
Details
সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিগত ২৭/০৪/২০২০ খ্রি ও ০৩/০৫/২০২০ খ্রিঃ তারিখে ভিডিও কনফারেন্সে বাপবিবোর্ডের মাননীয় চেয়ারম্যান মহোদয় সাধারণ ছুটিকালীন (লকডাউন) সকল গ্রাহকের বিদ্যুৎ বিল (যাদের উক্ত সময়ে বিলম্ব মাশুল ব্যতীত বিল পরিশোধের সময় অতিক্রান্ত হয়েছে) বিলম্ব মাশুল ছাড়া গ্রহণের নির্দেশনা প্রদান করেন। বাপবিবোর্ড স্মারক নং- ২৭.১২.০০০০.০০৬.১৮.০৩৬.২০.৫৭, তারিখ ০৪/০৫/২০২০ খ্রিঃ মোতাবেক সদস্য (অর্থ) মহোদয় বিলম্ব মাশুল ব্যতীত বিল গ্রহণের নির্দেশনা প্রদান করেন। সেই প্রেক্ষিতে অত্র পবিসের সরকার ঘোষিত সাধারণ ছুটি (লকডাউন) চলাকালীন সময়ে এবং পরবর্তী প্রথম কর্মদিবসে শিল্প গ্রাহকগণের ক্ষেত্রে শুধু মাত্র মার্চ-২০২০ মাসের বিদ্যুৎ বিল বিলম্ব মাশুল ব্যতীত গ্রহণ করা যাবে এবং বাণিজ্যিক, দাতব্য ও সেচ শ্রেণীর গ্রাহকগণের ক্ষেত্রে যাদের বিদ্যুৎ বিল পরিশোধের শেষ তারিখ সরকার ঘোষিত সাধারন ছুটির মধ্যে পড়েছে তাদের বিদ্যুৎ বিল বিলম্ব মাশুল ব্যতীত গ্রহণ করা যাবে। উল্লেখ্য যে, একই সাথে বিইআরসি এর নির্দেশনা মোতাবেক সকল আবাসিক গ্রাহকগণের ফেব্রুয়ারি, মার্চ ও এপ্রিল- ২০২০ খ্রিঃ মাসের বিদ্যুৎ বিল বিলম্ব মাশুল ব্যতীত গ্রহণ করা যাবে।


এমতাবস্থায়, উক্ত নির্দেশনা বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ  করা হল।

 
মোঃ আখতার হোসেন
জেনারেল ম্যানেজার
ফোন: ০১৭৬৯৪০০০২৯
ইমেইল: fenipbs84@gmail.com
Publish Date
05/05/2020
Archieve Date
30/11/2020